মেকআপের এর মধ্যে সেটিং স্প্রে একটি অন্যতম প্রসাধনী বা Beauty Essential । সেটিং স্প্রে ফেস মেকআপ কে একটা লম্বা সময় পর্যন্ত সেট রাখে। বেশিরভাগ সেটিং স্প্রে কোনোরকম গন্ধ নেই এবং ত্বকের কোনও ক্ষতিও করে না, বরং দারুণ ফিনিশিং পাওয়া যায়।কিন্তু ত্বক বুঝে সেটিং স্প্রে ব্যবহার করা উচিত। আপনার যদি তৈলাক্ত ত্বকের সমস্যা থাকে এবং মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই মেকআপ গলতে শুরু করে তাই ম্যাট ফিনিশ দেয় এমন সেটিং স্প্রে আপনার জন্য পারফেক্ট।
পুরো মেকআপ কম্পলিট করার পর কয়েক ইঞ্চি দুরে রেখে ২-৩ বার স্প্রে করলেই আপনি দীর্ঘসময়ের জন্য থাকবেন নিশ্চিন্ত আর পাবেন Flawless লুক।
বিভিন্ন প্রাইসের এবং টাইপের সেটিং স্প্রে রয়েছে তার মধ্যে কিছু জনপ্রিয় প্রোডাক্টগুলোর নাম নিচে দেয়া হলঃ
- NYX SETTING SPRAY MATTE FINISH
- NYX SETTING SPRAY DEWY FINISH
- REVOLUTION MATTE FIX SETTING SPRAY
- L’OREAL INFALLIBLE FIXING MIST
- W7 THE MATTE FIXER
- ELF ILLUMINATING MIST & SET
- MILANI MAKE IT LAST SETTING SPRAY
- MILANI MAKE IT DEWY SETTING SPRAY
- Wet N Wild PhotoFocus Setting Spray – Matte Appeal
উপরের সবগুলো প্রোডাক্ট পেতে ভিজিট করুন www.carnesia.com.